News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

জেলেনস্কির সঙ্গে ‘প্রয়োজনে’ আলোচনায় বসতে রাজি পুতিন!

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-02-18, 8:04pm

twerwer-82cbe2d72692766069726bcb49c2102f1739887481.jpg




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘প্রয়োজন হলে’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।

ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে শীর্ষ রুশ ও মার্কিন কূটনীতিকদের বৈঠকের মধ্যেই এই ঘোষণা এসেছে। খবর এনডিটিভি’র।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এদিকে, সৌদি আরবে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকে ইউক্রেন যুদ্ধ শীর্ষ এজেন্ডা হলেও, ইউক্রেনিয়ান কূটনীতিকদের সেখানে রাখা হয়নি। 

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমাদের ছাড়াই আমাদের সম্পর্কে আলোচনা করা কোনো চুক্তি বা বিষয়কে স্বীকৃতি দিতে পারে না কিয়েভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এই অলোচনায় আয়োজক দেশ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোসাদ বিন মোহাম্মদ আল-আইবান অংশ নিয়েছেন।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও বৈঠকে অংশ নিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। 

অন্যদিকে রুশ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এছাড়া পুতিনের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকে অংশ নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈঠকে দুই পক্ষ ইউক্রেন যুদ্ধ অবসানের পথগুলো এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।