News update
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     
  • Israeli crimes Continue: 27 Children Killed Daily in Gaza      |     
  • Curfew in Gopalganj After Clashes Leave 4 Dead, Dozens Hurt     |     
  • BB Buys $313m to Stabilise Falling Dollar Rate     |     

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি নৌকর্মীকে হস্তান্তর ৫ জানুয়ারি

কুটনীতি 2025-01-02, 10:18pm

fishermen-were-preparing-to-sail-to-the-bay-on-saturday-afternoon-69a464cb2f48ecec1966d0642bba83b31735834712.jpg

Fishermen were preparing to sail to the Bay on Saturday afternoon.



ঢাকা,  ২ জানুয়ারি: বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মী এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম আজ শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৫ জানুয়ারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করার এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া, একই সাথে ভারতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তর হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী ৫ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী ৬ জানুয়ারি অপরাহ্নে বাংলাদেশি জেলে/নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেল-সহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে। 

উল্লেখ্য, গত অক্টোবর-নভেম্বর ২০২৪-এ বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার আটক হয়। আজ  বাগেরহাট ও পটুয়াখালী জেলা কারাগারে আটক এই ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 

অন্যদিকে, গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আন্তর্জাতিক সমুদ্রসীমার নিকটে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেল-সহ মোট ৭৮ জন এবং গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশী মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে গেলে এর ১২ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক হয় এবং ইতোমধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে। ৭৮ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে এবং ১২ জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে রয়েছে। 

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  - PID Handout