News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

ইউক্রেনের সদস্যপদ নিয়ে শীঘ্রই মতামত চূড়ান্ত করবেন ইইউ’র নির্বাহীরা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-13, 9:53am




ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিটি, সংস্থাটির সদস্যপদ লাভের জন্য ইউক্রেনের অনুরোধের বিষয়ে শীঘ্রই তাদের মতামত চূড়ান্ত করবে।

গতকাল শনিবার রাজধানী কিইভে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কির সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তিনি বলেন যে, তাঁর সঙ্গে আলোচনার ফলে আগামী সপ্তাহের শেষ নাগাদ কমিশন মূল্যায়ন চূড়ান্ত করতে সক্ষম হবে।

উল্লেখ্য, প্রথমত ইউক্রেনের প্রার্থীতা অনুমোদনের জন্য ইইউর সবগুলো সদস্য দেশের একমত হতে হবে, আর এরপর থেকে ইউক্রেনের সদস্যপদ লাভের আলোচনা আরম্ভ হবে।

যেলেনস্কি বলেন যে, রাশিয়া পুরো ইউরোপকেই লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে এবং দেশটি ইউরোপকে বিভক্ত ও দুর্বল করতে চায়। তিনি ইউক্রেনের সদস্যপদের আবেদনের বিষয়ে ইতিবাচক সাড়া দেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ইইউ’র নেতারা চলতি মাসের পরের ভাগে অনুষ্ঠিতব্য এক বৈঠকে ইউক্রেন বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।