News update
  • Attacks on foreign students, including Bangladeshis, in Kyrgyzstan     |     
  • “BB lost ability to make independent decisions for banking sector”     |     
  • Flash floods kill at least 68 people in Afghanistan     |     
  • Spanish tourists among four killed in Afg shooting     |     
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     

মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে সম্মত হয়েছেন কিশিদা এবং মোদী

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-05-25, 11:48pm

20220525_06_1118273_l-3d2108363ff313bb6d3d11614a3ec5441653500919.jpg




জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চল বাস্তবায়িত করার একটি অঙ্গীকার নিয়ে সম্মত হয়েছেন।

মঙ্গলবার টোকিওতে একই সাথে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত থাকা কোয়াড কাঠামোর দেশগুলোর একটি শীর্ষ বৈঠকের পর তারা সাক্ষাৎ করেন।

কিশিদা বলেছেন এটা খুবই উৎসাহজনক যে চারটি দেশ আইনের শাসনের গুরুত্ব নিয়ে এবং বল প্রয়োগের মধ্যে দিয়ে একতরফাভাবে স্থিতি অবস্থা বদল করে নেয়ার বিরুদ্ধে বলিষ্ঠ একটি বার্তা পাঠাতে সক্ষম হয়েছে। ইতিবাচকভাবে জড়িত হওয়ার জন্য মোদীকে তিনি ধন্যবাদ জানান।

দুই নেতা অঞ্চলের জন্য বাস্তব উপকার নিয়ে আসা আইপিইএফ নামে পরিচিত নতুন একটি ভারত-প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক কাঠামো নিশ্চিত করতে জাপান ও ভারতের সহযোগিতা করা নিয়ে সম্মত হয়েছেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে কিশিদা এবং মোদী তাদের দুই দেশের দ্রুত এক সময়ে প্রথমবারের মত জঙ্গি বিমানের যৌথ মহড়া চালানোর ব্যবস্থা যে এগিয়ে নেয়া উচিৎ, তা নিয়ে সম্মত হন। ২০১৯ সালের নভেম্বর মাসে দুই দেশ ২০২০ সালে মহড়া অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলেও সেটা স্থগিত রাখা হয়।

এছাড়া দ্রুত সময়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনা পুনরায় শুরু করতেও তারা সম্মত হয়েছেন।

বৈঠকের পর কিশিদা এবং মোদী প্রায় এক ঘণ্টা ধরে একসাথে রাতের আহার করেন। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।