News update
  • A costly bridge in Manikganj remains idle sans approach roads     |     
  • Dhaka’s air quality records ‘unhealthy’ amid fog Saturday morning     |     
  • Record low ADP execution rate clouds performance in 2025     |     
  • Special prayers held nationwide for Khaleda after Jumma prayers     |     
  • Vandalism at Chattogram Airport for food after flight cancellations     |     

টেক্সাসের স্কুলে গুলির ঘটনার পর বাইডেন বলেছেন, “আমাদের পদক্ষেপ নিতে হবে”

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-05-25, 11:40pm




টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারী ১৮ জন শিশুকে গুলি করে হত্যা করার পর মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্রের ওপর নতুন বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন ব্যথিত ও ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন। বছরের পর বছর নতুন আইন পাস করতে ব্যর্থ হওয়ার পর বাইডেন জাতির উদ্দেশে বলেছেন, “আমাদের পদক্ষেপ নিতে হবে।”

“ঈশ্বরের দোহাই, কখন আমরা বন্দুকের লবির বিরুদ্ধে দাঁড়াবো?” ৫ দিনের এশিয়া সফর থেকে ফেরার পর পরই হোয়াইট হাউজে বাইডেন একথা বলেন।

টেক্সাসের একজন সেনেটর জানান রাজ্যটিতে কমপক্ষে ১৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে।আইন প্রয়োগকারীরা তাকে একথা জানান। এতে একজন শিক্ষকও নিহত হয়েছেন। গুলি চালানো বন্দুকধারীও নিহত হয়।

বাইডেন বলেন, “একটি সন্তানকে হারানো আপনার আত্নার একটি টুকরো ছিঁড়ে ফেলার মতো।“

এর আগে নিউইয়র্কের বাফেলোতে একটি মুদি দোকানে ঘৃণা প্রণোদিত এক বন্দুকধারী ১০জন কালো মানুষকে হত্যা করে। বাইডেন তার সফরে যাওয়ার ঠিক দুইদিন আগে ওই হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে দেখা করেছিলেন।

পর পর ঘটা ট্র্যাজেডিগুলো যুক্তরাষ্ট্রে মহামারী আকারে ছড়িয়ে পড়া বন্দুক সহিংসতার পৌনঃপুনিকতা এবং বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়।

বাইডেন বলেন, “বিশ্বের অন্য কোথাও এমন ব্যাপক গুলির ঘটনা খুব কমই ঘটে।“

২০১২ সালে কানেকটিকাটে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ঘটা শ্যুটিং-এ ২০জন শিশুসহ ২৬ জনের মৃত্যুসহ আরও বহু ঘটনা বন্দুক সংক্রান্ত যে রাজনৈতিক কাঠামো পরিবর্তনে ব্যর্থ হয়েছে, সর্বশেষ ট্র্যাজেডিটি সেটা করতে পারবে কিনা তা স্পষ্ট নয়।

টেক্সাসে নিহতদের স্মরণে শনিবার সূর্যাস্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন বাইডেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।