News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

পূজা উপলক্ষে আসছে সুজিত রায়ের 'সুর ভুবনে যাই'

উৎসব 2023-10-10, 12:07am

387417652_136838402848490_824613141101299056_n-8372b7b5a00db543245f0683aed26f6b1696874879.jpg




পূজা উপলক্ষে আসছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজিত রায়ের গান 'সুর ভুবনে যাই'। গানটি লিখেছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং সুর করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার রঞ্জন চৌধুরী। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এই প্রজন্মের প্রতিভাবান তারকা মিউজিক কম্পোজার সব্যসাচী রনি। দেশের স্বনামধন্য বাঁশিবাদক জালাল আহমেদ এর সুরের মূর্ছনা গানটি'তে নতুন মাত্রা যোগ করেছে। তবলায় আছেন আরেক প্রতিভাবান প্রীতম আচার্য্য। সাউন্ড ইঞ্জিনিয়ার কনক তার কে এস ডিজিটাল স্টুডিওতেই গানটির রেকর্ডিং সহ অন্যান্য কাজ সম্পাদন করেন।

গানটি সম্পর্কে সুজিত রায় বলেন রঞ্জনের বাবা আমার বন্ধু এবং বড় ভাই এর সমতুল্য প্রবাল চৌধুরীর কারণেই আজকে আমি সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি। ছেলের সমতুল্য রঞ্জন অসাধারণ সুর করেছে। তার সুরে গেয়ে আমার অনেক ভালো লেগেছে যদিও আমি ওর মত করে গাইতে পারিনি,কিন্তু চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে।

রঞ্জন বলেন,আমার বাবার সমতুল্য সুজিত কাকুর জন্য যে গানটি সুর করেছি  সেটি অনেক নিষ্ঠার সঙ্গে উনি গেয়েছেন এবং ভালোভাবেই উৎরে গেছেন। এই বয়সে এই প্রবীণ শিল্পী যা গেয়েছেন তা আশাতীত। ভবিষ্যতে আরও গান উনাকে নিয়ে করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য সুজিত রায়ের বেশ কটি একক ও মিক্সড এ্যালবাম বের হয়েছে। এরমধ্যে হলো-দেবদাস হতে আমি চাই না, এ আমার দেশ, মনত রাইখকু ইত্যাদি।