News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

কলাপাড়ায় ঘুষ দাবির অভিযোগে পল্লী বিদ্যুতের ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আদালত 2026-01-07, 11:55pm

court-gravel-c98984e3fa9adfbbdcb832382e65fc4a1767808555.jpeg

Court gravel



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পিওসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইন টেকনিশয়ান সহ ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ দাবীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে আদালতের উপ-পুলিশ পরিদর্শক কে আগামী ২৮ জানুয়ারী অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারি কাইয়ুম মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।

এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন দন্ডবিধির ১৬১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ (খ) ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, আসামীরা উপজেলার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের নাম করে অন্যায় ভাবে ঘুষ গ্রহণ করে আসছে। এমনকি আইনজীবী সমিতির সদস্যদের অবসরকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমে অপারগতা প্রকাশ করে এবং পরে আইনজীবী সমিতির পিয়নের কাছে দশ হাজার টাকা ঘুষ দাবী করে। আসামিদের দাবিকৃত ঘুষের টাকা না দেয়ায় ঘটনার দিন ও সময় আসামিরা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আইনজীবী সমিতির পিয়ন প্রতিবাদ জানালে আসামিরা তাকে মারধর সহ সংশ্লিষ্ট দন্ড বিধি ধারার অপরাধ সংগঠিত করে।

 কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ আইনের আওতায় নিয়ে আসলে বিদ্যুৎ সেবা গ্রহীতারা হয়রানি থেকে মুক্তি পাবে। 

এ বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী বলেন, মসজিদের বিদ্যুৎ সংযোগের মূল সার্ভিস তার থেকে বিদ্যুৎ নিয়ে তারা ব্যাডমিন্টন খেলছিল। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরে মসজিদে পুন:সংযোগ দিয়ে দেয়া হয়েছে। - গোফরান পলাশ