News update
  • Expats must register thru mobile app to vote in BD polls     |     
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     
  • Parties divided on constitution order move over July Charter     |     

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী গুরুতর জখম

অপরাধ 2024-03-24, 11:19pm

a-businessman-seriously-injured-in-an-attack-in-kalapara-on-sunday-24-march-2014-6d145832bfc3e0131b81d342f7b58f351711300764.jpg

A businessman seriously injured in an attack in Kalapara on Sunday 24 March 2014.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মোল্লা বাহিনীর সন্ত্রাসী হামলায় মারুফ পল্লান (৩২) নামের এক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত ১১ টায় উপজেলার লতাচাপলি ইউনিয়ন পরিষদের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মারুফ মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে। ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মারুফ পল্লান জানান, ব্যবসায়ী কাজে গতকাল শনিবার রাত ৯ টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদের সড়ক হয়ে আলিপুর থ্রী পয়েন্টে যাচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ কুয়াকাটার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লার ছেলে মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ মোল্লা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনসার উদ্দীন মোল্লার ছেলে রাসেল মোল্লা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধার সম্পাদক আসাদুজ্জামান কবির মল্লিকের নেতৃত্ব ২০-২৫ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্রসহ তার উপর হামলা চালায়। 

মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী জানান, এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ