ইউক্রেন রাশিয়ার কয়েক মাস ধরে চালানো হামলার প্রেক্ষাপট হলেও এর প্রভাব আরও অনেক দূরে অনুভব করা যাচ্ছে। বড় আকারের চালান প্রতিবন্ধকতার মুখে পড়ায় খাদ্যের মূল্য তা বাড়িয়ে দিচ্ছে এবং মানুষকে ক্ষুধার্ত অবস্থায় কাটানোর মত বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে চালানো সর্বশেষ যুদ্ধে রাশিয়া আরও একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে হারিয়েছে। তবে তারপরও ইউক্রেনের শক্ত ঘাঁটি সেভেরোদোনেৎস্ক ও চারদিকের এলাকার নিয়ন্ত্রণ গ্রহণে দেয়া চাপ রাশিয়া অব্যাহত রেখেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, “লুহান্সক অঞ্চলের ৯৭ শতাংশ মুক্ত করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন রুশ বাহিনী দক্ষিণে মারিউপোল শহর থেকে মাইন সরানোর কাজ শেষ করেছে এবং কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি পুনরায় শুরু হতে পারে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি বলছেন, গুদামে পড়ে থাকা আড়াই কোটি টন পর্যন্ত খাদ্য শস্য রপ্তানিতে রাশিয়া বাঁধা দিচ্ছে।
প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার দখল করে নেয়া ভূখণ্ড থেকে চালান বন্ধ করে দেয়া লুটপাট হিসাবে বিবেচিত হবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।