News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে নতুন নির্বাচনি জাতীয় মুসলিম জোট

Politics 2025-12-26, 3:19pm

1000285816-8be0d45af3693afdc78c8cfb7e7110f71766741427.jpeg

A new electoral alliance under the name and style Jatiya Muslim Jote led by Bangladesh Muslim League being launched on Friday 26 Dec 2025.



জুলাই চেতনায় আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ শুক্রবার ঘোষণা করা হয়।

এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের প্রধান সমন্বয়কারী ও মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন তারা মুসলিম জাতিস্বত্বার রাজনীতি করবেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থি মনোনিত করবেন।

তিনি কয়েকদিন সাপ্তাহিক ও সরকারী ছুটি থাকায় প্রার্থিদের সুবিধার্থে মনোনয়ন পত্র দাখিলের তারিখ ৩ দিন বাড়ানোর দাবি জানান।

কাজী আবুল খায়ের বলেন নবাব সার সলিমুল্লাহ ঢাকায় সর্বভারতীয় সম্মেলন ডেকে মুসলিম লীগ গঠন, এবং এদলের ৪১ বছরের সংগ্রামের ফলে ১৯৪৭ সালের স্বাধীনতা না আসলে আজকের বাংলাদেশ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কায়েম হতনা। 

তিনি বলেন এদেশের মানুষ নিজেদের অধিকার কায়েমের জন্য বারবার সংগ্রাম করেছেন এবং আত্মহুতি দিয়েছেন। তিনি ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, এদেশকে আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত করার জন্য মুসলিম জাতিস্বত্বা সংরক্ষণের সংগ্রাম অব্যহত রাখতে হবে।

তিনি বলেন জুলাই অভ্যুথানের নেতারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বদ্ধ পরিকর। তাই জুলাই চেতনায় তারা আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পক্ষে মানুষকে সংগঠিত করার জন্য এই নতুন জোট গঠন করেছেন।

অংশগ্রহণকারী দল সমূহ: বাংলাদেশ মুসলিম লীগ, নাগরিক অধিকার পার্টি, গণমুকতি জোট, বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, মুসলিম সমাজ ও বিএনডিপি। দলের সংখ্যা বাড়তে পারে। এই জোটের প্রার্থিরা মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে ভোটে অংশ নেবেন।

অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুসলিম সমাজের মাসুদ হোসেন, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার,বাংলাদেশ ন্যাশনাল ডেমোকরেটিক পার্টির তাজুল ইসলাম লাবু, নাগরিক অধিকার পার্টির এড রবিউল হোসেন ও এড জিয়াউর রহমান এবং গণমুক্তি জোটের চেয়ারম্যান ড: শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।