News update
  • Resumption of US Tests May Trigger Threats from Other Nuke Powers     |     
  • Zubaida goes to Evercare again at night to stay beside Khaleda     |     
  • Urgent earthquake preparedness underlined to minimise damage     |     
  • International Day of Persons with Disabilities celebrated at Barura     |     
  • Bangladesh achieves 97% typhoid vaccine coverage for children     |     

কুয়াকাটায় বৈশ্বিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

পরিবেশ 2025-12-06, 12:10am

international-volunteer-day-observed-in-kalapara-on-friday-b03d642de335e63b70cfb63729b943971764958238.jpg

International Volunteer Day observed in Kalapara on Friday.



পটুয়াখালী: 'প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ' প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় বৈশ্বিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ও তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)।

শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক, উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, বীচ ব্যবস্থাপনা কমিটি, পর্যটন ও পরিবেশকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপির স্বাস্থ্য কর্মকর্তা পঙ্কজ বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার দিনা রিসিলা। সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বার্টিন গমেজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদেুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কুয়াকাটা সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ফিশ ফ্রাই মার্কেট সংলগ্ন এলাকায় একটি স্থায়ী ডাস্টবিন এবং ৫টি অপসারণযোগ্য অস্থায়ী ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে ডাস্টবিনগুলো কুয়াকাটা পৌরসভা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ ছাড়া তরুণ-তরুণীদের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন স্থান থেকে দান সংগ্রহ করে একজন অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল জারিগান, নৃত্য এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। - গোফরান পলাশ