News update
  • WHO Warns Global Surge in Antibiotic Resistance     |     
  • Dhaka stocks rebound after five-day losing streak     |     
  • Cox’s Bazar Airport Upgraded to International Status     |     
  • With $80 per capita Bangladesh is getting trappeded in climate debt     |     
  • Dhaka’s air recorded ‘unhealthy’ Monday morning     |     

কুয়াকাটার চর বিজয়ে ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ 2025-10-13, 11:01pm

plan-to-plant-40000-saplings-at-char-bijoy-in-kuakata-dee32ef1f6b7768b4074d6e4faaa5ac31760374899.jpg

Plan to plant 40,000 Tamarisk saplings at Char Bijoy in Kuakata.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা  চর বিজয়ে বন বিভাগের উদ্যোগে সুফল প্রকল্পের আওতায় ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া সহকারী কমিশনার(ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। আজ রবিবার (১৩ অক্টোবর) প্রথম ধাপে ৮ হাজার ঝাউ চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান,গঙ্গামতি ও ইকোপার্ক বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বন বিভাগের কর্মকর্তারা।    

ইতোপূর্বে চর বিজয়ে রোপণকৃত ঝাউ, ধানশী, সুন্দরী, কেওড়া গাছ এবং বিস্তৃত ঘাসের আচ্ছাদন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা আশা করছেন, ধারাবাহিকভাবে বনায়ন কার্যক্রম চালিয়ে গেলে চর বিজয় একদিন প্রাকৃতিক বন ও অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে উঠবে। কর্মসূচির সময় একটি আহত সিগাল পাখি উদ্ধার করা হয়। পরে পাখিটিকে নিবিড় পরিচর্যার জন্য ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্য বায়েজিদ মুন্সীর তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়। - গোফরান পলাশ