News update
  • Gaza Families Face Dire Shortages as Aid Efforts Expand     |     
  • Govt to Build 90 Cyclone Shelters to Boost Coastal Safety     |     
  • Deadlock between 2 departs brings Gomti Bridge Project to halt     |     
  • Village Games: Magical Childhood of BD Children in Winter     |     
  • IsDB Group Business Forum Drives Sustainable Investment at WIC     |     

সাংবাদিকদের মৌলিক দাবি উত্থাপনের জন্য বিএফইউজেকে ধন্যবাদ জ্ঞাপন

News media 2025-10-28, 9:57am

anti-fascist-toiling-journalist-forum-a4272ac4761d128fb3fb35b9c3334c9a1761623825.jpg

Anti-fascist Toiling Journalist Forum



মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদ বিরোধী মজলুম সাংবাদিক ফোরামের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় কক্সবাজারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে'র নির্বাহী কমিটির সভায় গৃহীত সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক ছুটি দুই দিন নিশ্চিতকরণ এবং গণমাধ্যম স্বাধীনতা হুমকির বিরুদ্ধে কালা কানুন বাতিলের মতো দাবি উত্থাপন করায় অভিনন্দন জানানো হয়।

 সভায় বক্তারা বলেন, আওয়ামী আমলে সারাদেশে চাকরীচ্যুত সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা, বন্ধ মিডিয়াগুলো খুলে দেয়ার উদ্যোগ, ফ্যাসিবাদের হামলা মামলার শিকার নিহত-আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ, ফ্যাসিস্ট হাসিনার দোসর সাংবাদিকদের বিচার ও  তাদের অর্জিত অবৈধ অর্থ-সম্পদ উদ্ধারে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। 

এই বৈঠক থেকে বিএফইউজে'র নেতৃবৃন্দের কাছে অবিলম্বে বেকার সাংবাদিকদের কর্মসংস্থান সহ উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়।

 সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আমলে মজলুম সাংবাদিকদের চাকরির ব্যবস্থা গ্রহণ ও বন্ধ মিডিয়া খুলে দেয়া, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের পূর্নবাসনের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়।

সভায় সংগঠনের আহবায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এ ডি এম সাদ বিন রাবি। শাহরুল আলম রকি, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, বদিউল আলম চৌধুরী,  মতিউর রহমান সরদার প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি