News update
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাগর বিশ্বাস আর নেই

Nation 2022-02-23, 9:03am

Sagar Biswas



জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দি নিউনেশন পত্রিকার নির্বাহী সম্পাদক সাগর বিশ্বাস আর নেই।  মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।  

আজ বুধবার চট্টগ্রামের আগ্রাবাদে তাঁর মরদেহ দাহ করা হবে ।  

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য সাগর বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।