News update
  • CSOs Call for a Pause in Genetically Engineered Wildlife Release     |     
  • Shahidul Alam flies to Turkey from Israel captivity     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Friday morning      |     
  • Nobel Peace Prize Looms as Trump’s Hopes Fade     |     
  • Gaza Ceasefire Deal: UN and Partners Ready to Act Immediately     |     

কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

Narcotics 2025-10-10, 10:39pm

three-youths-get-three-days-in-prison-each-for-taking-hasish-in-kalapara-on-friday-ee250b54871b596651dad2c8a64d47fe1760114348.jpg

Three youths get three days in prison each for taking hasish in Kalapara on Friday.



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের অভিযোগে তিন যুবককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ৯টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন  কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্তরা হলেন— হানিফ (২৩), মো. সোলায়মান রহমান আসিফ (২৪) ও জহির হাওলাদার (২৮)।

অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৫(৫) ধারায় তিন দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন,"কুয়াকাটার মতো পর্যটন এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলাপূর্ণ ও মাদকমুক্ত পর্যটন পরিবেশ গড়ে তুলতেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” - গোফরান পলাশ