News update
  • Bangladesh Army takes 15 officers into custody     |     
  • DUCSU wants trial of all involved in enforced disappearances, killings     |     
  • ICT to Hear Hasina Crimes Against Humanity Case     |     
  • Army Detains 15 Officers Over War Crimes Warrants     |     
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     

কলাপাড়ায় ৭২ হাজার ৪৩০ শিশু পাচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা

Medicine 2025-10-11, 11:16pm




পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৭২ হাজার ৪৩০ শিশু পাচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উপজেলার ৩৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে, ২৮৮ টি আউটরিচ টিকা কেন্দ্রে এবং ১টি স্থায়ী টিকা কেন্দ্রে বিনামূল্যে শিশুদের এ টিকা দেয়া হবে।  শিশুদের এ টিকা কার্যক্রমের আওতায় আনতে ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি  উপজেলা স্বাস্থ্য প্রশাসন অ্যাপসের মাধ্যমে শিশুদের নিবন্ধন সম্পন্ন করেছেন। সুষ্ঠু ভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ের টিকা কার্যক্রম তদারকি করবেন বলে জানিয়েছে স্বাস্থ্য প্রশাসন সূত্র।  

সূত্র জানায়, দাতা সংস্থা ইউনিসেফের সহায়তায় শিশুদের এ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচী পরিচালনায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষককে প্রশিক্ষন দেয়া হয়েছে। এছাড়া ১৪৪০ জন স্বেচ্ছাসেবক ও টিকাদানকারীদের প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে।  শিশুদের এ টাইফয়েড টিকা কার্যক্রম প্রদান করবেন ২৩ জন স্বাস্থ্য সহকারী, ৮ জন ভ্যাকসিনেটর, ৩৮ জন পরিবার পরিকল্পনা মাঠ কর্মী।  

সূত্রটি আরও জানায়, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে টাইফয়েড টিকা দেয়া হবে।  এবং ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদান করা হবে। অনলাইনে যেসব শিশুদের নিবন্ধন করা যায়নি তাদের জন্ম নিবন্ধন সনদ নিয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয়ে অভিভাবকদের যোগাযোগের জন্য বলেছে স্বাস্থ্য প্রশাসন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত স্বাস্থ্য সহকারী মোসা. সাবিকুন নাহার লানা বলেন, 'আমার কর্ম এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানদের নিয়ে কাউন্সেলিং করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা নিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছি। যাদের জন্মনিবন্ধন থাকার পরও অনলাইনের সার্ভার জটিলতায় নিবন্ধন হয়নি তাদের জন্ম নিবন্ধন সনদ সহ নামের তালিকা সংগ্রহ করে হাসপাতালে স্বাস্থ্য প্রশাসক স্যারের ওটিপি ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করেছি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকল শিশুকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে।'

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, 'টাইফয়েড টিকা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রবিবার পৌরশহরের রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে টিকা কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে। কলাপাড়া ইউএনও মো. কাউছার হামিদ অতিথি হিসেবে টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন।'

ডা. শংকর প্রসাদ আরও বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠান, আউটরিচ টিকা কেন্দ্র থেকে যে সব শিশুরা টিকা নিতে ব্যর্থ হবে তারা হাসপাতালের স্থায়ী টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। যাদের জন্ম নিবন্ধন নেই তারা টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবে।  এ টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, এটি আপনাদের মাধ্যমে সকলকে অবগত করছি।' - গোফরান পলাশ