News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     

মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন

Livestock 2025-06-02, 6:52pm

img_20250602_155847-1-91038f6217900de44fb5a87bafbcdcce1748868724.jpg

A sacrificial animal market in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাটটি বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ অভিযানে সহযোগিতা করে থানা পুলিশের একটি দল।

দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওপর সপ্তাহের প্রতি সোমবার পশুর হাটটি বসিয়ে আসছিলো। হাটটি ইজারাবিহীন হওয়ায় এবং এর মাধ্যমে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় প্রশাসন হাটটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক জানান, “মহাসড়ক দখল করে হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার রাজস্ব না পাওয়ায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হাটটি বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যতে কোথাও প্রভাব খাটিয়ে এ ধরনের অবৈধ হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ