News update
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     
  • Israeli Strikes Kill 33 in Gaza as Fragile Ceasefire Frays     |     

তিস্তার দফায় দফায় বন্যা ও শুকনো মৌসুমে পানি শূন্যতার বিষয়ে আওয়াজ তুলুন: ফারাক্কা কমিটি

Flood 2025-10-01, 11:54am

1377496-01-4db8b789c2d38b6a64f52c6a151354101759298078.jpeg

Treats river was full to the brim at the Teesta Bridge are.



ঢাকা, 29 সেপ্টেম্বর: তিস্তা নদীতে বর্ষায় দফায়, দফায় বন্যা ও শুকনো মৌসুমে পানি শূন্যতার ব্যাপারে আওয়াজ তোলার জন্য আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) বাংলাদেশ সরকারকে আহবান জানিয়েছে।

এবার বর্ষা মৌসুমে তিস্তায় চার দফা বন্যা হয়েছে। কিন্ত উজানে ভারতের গজল ডোবা বাঁধ থেকে পানি প্রবাহ সরিয়ে নেয়ায় একই নদী শীত কালে শুকিয়ে পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি করে। 

বন্যায় রোপা আমন ধানের চারা চারবার পানিতে তলিয়ে নষ্ট হয়। অন্যদিকে লালমনিরহাট, রংপুর, নীলফামারি ও গাইবান্ধায় হাজার হাজার পরিবারের ফসলি জমি ও ভিটে বাড়ী বন্যার তোড়ে নদী গর্ভে বিলীন হয়। 

আইএফসি, নিউইয়র্ক ও আইএফসি বাংলাদেশের নেতৃবৃন্দ সোমবার যৌথ বিবৃতিতে বলেছেন লাখ লাখ পরিবারের জীবন ও জীবিকা বিপন্নকারি মানব-সৃষ্ট এই বাৎসরিক পরিবেশগত বিপর্যয়ের ব্যাপারে বাংলাদেশ চুপ করে থাকতে পারেনা। 

অন্যদিকে 30-বছর মেয়াদী গংগা পানি বন্টন চুক্তি আগামী বছর ডিসেম্বরে তামাদি হবার আগেই বেসিন ও সমন্বিত ব্যবস্থাপনা ভিত্তিক নবায়নের জন্য উদ্যোগ নিতে হবে।

আইএফসি নেতৃবৃন্দ বলেন,  54টি যৌথ নদীর পানি একতরফা প্রত্যাহারের কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা ভারতে এবং আন্তর্জাতিক ফোরামে আলাপ আলোচনা ছাড়া সমাধান করা সম্ভবপর নয়।

যৌথ বিবৃতিতে সই করেন আইএফসি নিউইয়র্ক-এর চেয়ারম্যান, সৈয়দ টিপু সুলতান, মহাসচিব, মোহাম্মদ হোসেন খান, আইএফসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, সভাপতি, মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট। - প্রেস বিজ্ঞপ্তি