News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

কলাপাড়ায় ৩৪ জেলে পরিবার পেল বকনা বাছুর

Fishery 2023-03-21, 10:13pm

pic-21-03-23-d44f063f4e121b0a53832f420e73d60d1679415183.jpg

34 fisher families get one she-calf each.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষে ৩৪ জেলে পরিবারকে বকনা বাছুর প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় জেলে পরিবার গুলোর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বকনা বাছুর তুলে দেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য  অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এসব জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের জন্য এই বকনা বাছুর বিতরণ করা হয়েছে। - গোফরান পলাশ