News update
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     

কলাপাড়ায় ভেড়িবাঁধ বিধ্বস্ত, পানিবন্দি হাজার হাজার পরিবার

Disasters 2025-06-01, 12:00am

thousands-of-families-have-been-marooned-due-to-collapse-of-polder-embankment-in-kalapara-41ae26019bee9e053bf1059ec76e1c831748714423.jpg

Thousands of families have been marooned due to collapse of polder embankment in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভাঙ্গা ভেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত: ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। 

এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সীবিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তান্ডবে ধ্বসে পড়েছে। দু'দফা জোয়ারে নদ-নদীর পানি ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়ে উপজেলার ভেড়িবাঁধের বাইরে হাজারো ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দি রয়েছে হাজারো পরিবার। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। 

উপকূলীয় এলাকা দিয়ে এখনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তনায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো সঠিকভাবে পাইনি, তবে প্রাথমিক পর্যায় পানিবন্দি ৬ হাজার ৪ শ ৮০ পরিবার। আংশিক বিধ্বস্ত ঘরবাড়ি  ৪শ ৬০ টি। ৬টি ইউনিয়নে দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ও চাল বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পানিবন্দি ও আংশিক বাড়িঘর বিধ্বস্ত মানুষের মধ্যে আপাতত সহস্রাধিক শুকনো খাবারের প্যাকেট ও চাল দিতেছি। এগুলো আগামীকাল শনিবার বিতরন করা হবে।পরবর্তীতে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে বরাদ্দ অনুযায়ী ব্যাবস্তা নেয়া হবে। - গোফরান পলাশ