News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

শিক্ষাক্রমের ত্রুটিবিচ্যুতি নিয়ে অপপ্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

এনসিটিবি সচিব স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারী

Books 2023-12-05, 4:11pm

national-curriculum-and-text-book-board-logo-90b797c713bb21c41297ebd8ac83a3981701771106.png

National Curriculum and Text Book Board Logo



সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাক প্রাথমিক হতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থিদের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রনয়নের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের মানসম্পন্ন শিক্ষা উন্নয়ন ও প্রসারে এই প্রতিষ্ঠান গুরুর্ত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা লক্ষ করছি স্বার্থান্বেষী একটি গোষ্ঠী সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থি কাজপকে শিক্ষক্রমের কাজ বলে প্রচার করা হচ্ছে। নবির ছবি আঁকতে বলা হয়েছে বলে মিথ্যাচার করছে। হিন্দি গানের সাথে স্কুলের পোশাক পরা ছেলে মেয়ে ও ব্যাক্তির অশ্লীল নাচ আপলোড করে বলা হচ্ছে শিক্ষাক্রমের নির্দেশনা যা সর্বৈব মিথ্যা। কিছু লোক ব্যাঙ্গের লাফ বা হাঁসের ডাক দিচ্ছে এমন ভিডিও আপলোড করে বলা হচ্ছে এটা নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণের অংশ যা সম্পূর্ণ মিথ্যাচার। নতুন শিক্ষাক্রমে সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সসংস্কৃতিকে ভবিষ্যত প্রজন্মের মধ্যে বিকশিত করার ব্যবস্থা রাখা হয়েছে। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে কোমলমতি শিক্ষার্তিদের শিক্ষা কার্যক্রমকে বিপন্ন করার প্রচেষ্টা  যারা করছেন তাদের এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা যাচ্ছে। শিক্ষাক্রমের কোন ত্রুটিবিচ্যুতি থাকলে তা আমাদের জানালে আমরা অবিশ্যই তা বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন করবো। কিন্তু অপপ্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এমতাবস্থায় সর্বসাধারণকে মিথ্যাপ্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য এনসিটিবি অনুরোধ জানাচ্ছে এবং এরূপ মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড, শেয়ার বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন, মোসাঃ নাজমা আখতার, সচিব, এনসিটিবি।   - সতর্কীকরণ বিজ্ঞপ্তি