News update
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     
  • 36pc of Job Seekers Rely on Friends and Family Networks     |     
  • Govt to Announce New Hajj Packages Sunday, Costs to Drop     |     
  • World Leaders Hail Youth as Drivers of Global Change     |     
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     

এক ও অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ঢাকা জীববৈচিত্র 2025-09-27, 8:46pm

pribesh_updessttaa-1-8e0f22a2346cfe3d8b430a53f5394b521758984367.jpg

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার পান্থপথে নদী ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি : পিআইডি



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে।

বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে নদী ভবনে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশের নদী নিয়ে নানা মতানৈক্য রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও স্থানীয় নদী কর্মীসহ সবার সহযোগিতায় নদীর তালিকা করা হয়েছে। বর্তমানে দেশে ১৪১৫টি নদী রয়েছে। সুন্দরবন ও পাহাড়ি এলাকার নদী নিয়ে গবেষণা করবে যৌথ নদী কমিশন। যে সব নদী বাদ পড়েছে সেগুলো যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

উপদেষ্টা বলেন, নদী আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। আমাদের নিজের স্বার্থে নদী রক্ষা করতে হবে। কিছু নদী আছে সংকটাপন্ন, কিছু আছে আন্তঃসীমান্ত নদী। তিস্তা ও গঙ্গা নিয়ে বৃহৎ পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ, সেন্টমার্টিন বাঁচলে পর্যটন বাঁচবে। তিনি বলেন, সেন্টমার্টিনে পর্যটন কখনোই বন্ধ করা হয় নাই, প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করা হয়েছে। 

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন।

এ বছর তিনটি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছে গবেষণায় হালদা রিসার্চ ল্যাবের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া, সাংবাদিকতায় দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুর রহমান, সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।