News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : পরিবেশ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-02-09, 7:23am

pribesh_updessttaa_1_1-4259691339858faf0f7122eff9962cf21739064189.jpg




পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন কেবল সামাজিক সাম্য আনবে না, বরং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে। সরকার পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত ও পরিবেশের মানোন্নয়নে সবসময় তরুণদের পাশে চায়। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রংপুর সার্কিট হাউজে নাগরিক কমিটি ও শিক্ষার্থী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি পরিবেশবান্ধব উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় এসেছে সমাজের সব ধরনের বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় নাগরিক কমিটি ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনটিভি