News update
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     
  • Israeli crimes Continue: 27 Children Killed Daily in Gaza      |     
  • Curfew in Gopalganj After Clashes Leave 4 Dead, Dozens Hurt     |     

কলাপাড়ায় অগ্নিকান্ডে দু'টি দোকান ঘর ভস্মীভূত

Air 2024-12-24, 12:08am

img-20241222-wa0030-01-6682f07e3f8095c6a2b014438c6c9e641734977324.jpeg

Two shops have been gutted in a fire in Kalapara on Monday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে দু'টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায়  রবিবার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো লোকমান এবং রিয়াজ মিয়ার যৌথ মালিকানাধীন একটি মুদি-মনোহরী দোকান এবং অপরটি বাহাদুর মিয়ার ওয়ার্কশপ।

দোকান দু'টিতে অন্তত: দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. রুবেল মোল্লা জানান, বাহাদুর মিয়ার ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন  নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পোঁছে আগুন পরোপুরি নেভাতে সক্ষম হয়। - গোফরান পলাশ