বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২৯ সেপ্টেম্বর (সোমবার) পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। হৃদ্রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিনটিকে গুরুত্ব সহকারে পালন করা হয়।
২০২৫ সালের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হলো—“Don’t Miss a Beat”; যার বাংলা অনুবাদ করা হয়েছে—“এক স্পন্দনও মিস করবে না”। এই প্রতিপাদ্যর মাধ্যমে মানুষকে হৃদরোগের আগাম সতর্কতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থ জীবনধারা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বিশ্ব হার্ট ফেডারেশনের আহ্বানে সারা বিশ্বে পালিত হচ্ছে এ দিবসটি। বাংলাদেশেও সরকারি-বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে র্যালি, সেমিনার, স্বাস্থ্যপরীক্ষা ক্যাম্প এবং সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক চাপ—এই সবকিছুই হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই হৃদয়ের প্রতি যত্নবান হওয়ার এবং আগেভাগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।
বিশ্ব হার্ট দিবসে হৃদ্রোগে আক্রান্তদের প্রতি সহমর্মিতা জানানো হয় এবং হৃদয়বান, সুস্থ ও সচেতন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।