News update
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     
  • Arab Allies Urge Restraint as Trump Presses Iran Talks     |     
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     

ক্রিস্টিয়ানো রোনালদো এবার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায়!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-14, 8:10am

ertewr3r-9a737b52f454bae55aa8294df9cf98171765678219.jpg




হলিউডের জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ এবার কি পা রাখতে চলেছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কারণ, সম্প্রতি অভিনেতা ভিন ডিজেলের একটি ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে। খবর স্ক্রিনরেন্টের।

ডোমিনিক টোরেটো চরিত্রে পরিচিত ভিন ডিজেল নিজের ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। শুরুতে ক্যাপশনে তিনি লেখেন, একসময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। জানা যায়, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর প্রিকুয়েল ‘লস বানডোলেরস’-এ রোনালদোর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেই ছবিতে দেখা দেননি।

কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় যখন ভক্তরা লক্ষ্য করেন-ভিন ডিজেল ওই পোস্টের ক্যাপশন সামান্য বদলে ফেলেছেন। নতুন ক্যাপশনে লেখা হয়েছে, সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি-সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম…

এই পরিবর্তনই ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। কমেন্ট সেকশনে শুরু হয় তোলপাড়-অনেকে ধারণা করছেন, তাহলে কি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ রোনালদোর দেখা মিলতে চলেছে? কেউ কেউ আবার কল্পনা করছেন, তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। অধিকাংশ মন্তব্যই ছিল ইতিবাচক এবং রোনালদোকে এই আইকনিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে দেখার আগ্রহে ভরপুর।

তবে এখানেই শেষ নয়। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ ক্রিস্টিয়ানো রোনালদোর অভিনয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টি জল্পনার পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-ই নাকি এই দীর্ঘদিনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি হতে চলেছে। ভিন ডিজেলের সঙ্গে এই ছবিতে ফেরার কথা রয়েছে ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস), জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)-এর। এমনকি প্রয়াত অভিনেতা পল ওয়াকারকেও (ব্রায়ান ও’কনার) কোনোভাবে গল্পে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও তা কিভাবে হবে, সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয়।

এই ছবির মুক্তির তারিখও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা চলছে, ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’।