News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

শরিফুল রাজের সঙ্গে এবার স্ক্রিনে তিথী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-28, 1:49am

588582727_1389829632489643_1077943793596074863_n-f8efeae2abeb8d5bd6d771a2cd0eaf821764272990.jpg




মডেলিং জগতে অনেক দিন ধরেই প্রথম সারিতে অবস্থান সৈয়দা তৌহিদা হক তিথীর। দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে নিয়মিত কাজের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৈকত নাসিরের ‘মাসুদ রানা’–তেও অভিনয় করেছেন তিথী, যদিও ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়।

এরই মাঝে নতুন চমক—তিথী এবার জুটি বাঁধলেন হালের আলোচিত অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। তবে কোনো চলচ্চিত্র বা ফিকশনে নয়; তারা একসঙ্গে দাঁড়িয়েছেন একটি বিজ্ঞাপনচিত্রে। ফাহাদ খানের পরিচালনায় কক্সবাজারে টানা চার দিন ধরে হয়েছে শুটিং। একটি শীতকালীন প্রসাধনীর প্রচারণায় দেখা যাবে তাদেরকে।

তিথী বলেন,‘আমি যেমন মডেলিং করছি, রাজ ভাইয়ার শুরুটাও মডেলিং দিয়ে। প্রথমবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করলাম। আগে থেকেই পরিচয় ছিল, একসঙ্গে শোও করেছি। কিন্তু একসঙ্গে অভিনয় করা হলো এবারই। খুব ভালো লেগেছে। তিনি তো পাকা অভিনেতা, আমাকে অনেক হেল্প করেছেন।’

তথ্য অনুযায়ী, বিজ্ঞাপনচিত্রটি ডিসেম্বরের প্রথমার্ধে প্রচারে আসবে। পাশাপাশি নতুন একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিথী, তবে সেই খবর কিছুদিন পর প্রকাশ্যে আনবেন।