News update
  • Khaleda Gets Eternal Farewell from Over a Million of Hearts     |     
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-22, 6:24am

image-4b7c2defdbc98424089e5348ecf987731753143882.jpg




দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দীর্ঘ চিকিৎসা শেষে তিনি নিজ বাসায় ফেরেন।

ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরেই ইউনিভার্সাল মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ডায়ালিসিস করছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে তিনি এ হাসপাতালেই ভর্তি ছিলেন।

ডা. আশীষ কুমার চক্রবর্তী আরও জানান, গত ৫ জুলাই তিনি তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন এবং সপ্তাহে তিনবার ডায়ালিসিস নিতে হয় তার। সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছিল।

ফরিদা পারভীনের সুস্থতার জন্য ইউনিভার্সেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডগুলোর নির্দেশনায় এই শিল্পীর চিকিৎসা করা হয়।