News update
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     
  • Journalist assaulted over report on auto-rickshaw license irregularities in RCC     |     
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     

শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য: চাকরি গেলো সেই যুবকের

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-24, 8:53am

s-faria-1-ee470a43ce4703a72e9d0ba6a39422991742784794.jpg




অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি গেলো সেই যুবকের। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ফারিয়া নিজেই।

গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান একটি আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান। পরদিন ঘটনাটি তদন্ত করার কথা জানায় সাজিদা ফাউন্ডেশন।

ফারিয়া ফেসবুক পোস্টে জানান, রাকিবুলকে চাকরিচ্যুত করার কথা সাজিদা ফাউন্ডেশন থেকে তাকে জানানো হয়েছে। রাকিবুলের চাকরিচ্যুতির কথা ফারিয়াকে ইমেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি।

ইমেইলটি শেয়ার করে ফারিয়া লিখেছেন, আমি খুবই কৃতজ্ঞ বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।

সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয় বলে পোস্টে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।