News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

চোর ডাকাতের গলায় মালা পরালে অসভ্যদের পক্ষে মিছিল হবেই: আফজাল হোসেন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-08, 2:52pm

qewqe331-d4337dd4f6cc30a3b9b78e7d16c276b61741423924.jpg




একুশে পদকপ্রাপ্ত ও চিরসবুজ খ্যাত অভিনেতা আফজাল হোসেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। বিভিন্ন ইস্যুতে প্রায়ই এই গুণী অভিনেতা লেখালেখি করেন ফেসবুকে। সেই ধারাবাহিকতায় এবারও তার ফেসবুকে এরকমই একটি পোস্ট দেখা গেল। যেখানে তিনি লিখেছেন, চোর ডাকাতের গলায় মালা পরালে অসভ্যদের পক্ষে মিছিল হবেই। 

শনিবার (৮ মার্চ) নিজের ফেসবুকে আফজাল হোসেন লেখেন, আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি। সবই বিক্রয়যোগ‍্য। পয়সা দরকার, বাহবা মেলা দরকার। এই বেনিয়া স্বভাবের কারণে স্বাভাবিক, অস্বাভাবিক, সুস্থ‍ বা অসুস্থ কারা বোঝা এখন মুশকিল

এরপর লেখেন, একই গ্লাসে ভালো আর মন্দ ঢেলে ঝাঁকিয়ে শরবত বানিয়ে বাজারজাত করা চলছে সগৌরবে। পান করে কেউ বমি করলে দোষের। বাহবা দেওয়া আর বাহবা পেতে চাওয়াদের এবং যা খুশি তাই করে, বলে জাতে উঠতে চাওয়াদের সংখ‍্যা বাড়ছে, বেড়েই চলেছে।

তিনি আরও যোগ করেন, অসভ‍্যতার ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ রেখে নিরাপদে থাকা শ্রেয়তর ভাবা হয়। চোর, ডাকাত, মুর্খদের গলায় যে জাতি মালা পরিয়ে পরিয়ে কৃতার্থ হয়েছে- একসময় সে মানসিকতায় অসভ‍্যের গলায় মালা তো উঠবেই, মিছিল তো হবেই অসভ‍্যতার পক্ষে।

সবশেষে লেখেন, কে প্রশ্ন করবে, এর শেষ কোথায়? প্রশ্ন করাও দোষের কি না ভেবে দেখতে হয়। মানুষ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে নিশ্চয়ই সবকিছুর শেষ হবে।

এবার ঈদে দেখা যাবে আফজাল হোসেন অভিনীত ‘দেয়ালের অন্তরালে’নাটক। এতে তার বিপরীতে আছেন সাদিয়া ইসলাম মৌ। ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী আরটিভি