News update
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     

শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদ, মামলা হয়নি এখনও

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-07, 3:49pm

actore-4aa8ee7ad8d5db14ba674b4927aa719b1738921779.jpg




অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। এখনও তাদের বিরুদ্ধে মামলা হয়নি।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়েছে। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এখনও পর্যন্ত মামলা হয়নি। কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে বা কী করা হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।’

অভিযোগ রয়েছে, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সরাসরি ও ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম শাওন।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এ দিন সন্ধ্যায় এ অভিনেত্রীর জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় ছাত্র-জনতা।

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সোহানা সাবা আওয়ামীপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন। এনটিভি।