News update
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     
  • Israeli Strikes Kill 33 in Gaza as Fragile Ceasefire Frays     |     

ছেলের জন্য দোয়া চাইলেন মাহির স্বামী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-29, 8:33am

resize-350x230x0x0-image-217634-1680045258-1fead8927cf824214e01ab50c8fd5fba1680057210.jpg




চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘরে এসেছে রাজপুত্র। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

রাত না পোহাতেই ছেলেকে প্রকাশ্যে এনেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ মুহূর্তেই মাহির সেই পোস্ট অন্তর্জালে ভাইরাল হয়েছে।

এদিকে একই ছবি নিজের সোশ্যাল হেন্ডেলে শেয়ার করে ছেলের জন্য দোয়া চেয়েছেন মাহির স্বামী রকিব সরকার।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হয়েছি। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

মাহির ছেলেকে দেখার সাধ মিটলেও নবজাতকের নাম জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে নেটিজেনদের।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি। তথ্য সূত্র আরটিভি নিউজ।