সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমা ‘সোলজার’র প্রথম ঝলক প্রকাশ করার পর এবার নিজের নতুন লুক প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আর নতুন লুক প্রকাশ করে ভক্তদের বিশেষ বার্তাও দেন তিনি।
ছুটির দিন শুক্রবার (১০ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব একটি ছবি আপলোড করেন। ছবিতে দেখা যায়, রহস্যময়-দৃঢ়চেতা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন শাকিব।
তার ঠোঁটের ওপর মোটা গোঁফ আর পুরো মুখে পানির ঝাপটার বিন্দু বিন্দু কণা। ক্যাপশনে শাকিব লেখেন, ‘ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস।’ যার বাংলা অর্থ আপনার সৈনিক আপনার সেবায়!
প্রিয় অভিনেতার নতুন এ লুক দেখেই উচ্ছ্বসিত ভক্তরা। অনেকে নায়ককে নতুন সিনেমার জন্য শুভ কামনা জানান। আবার অনেকে প্রিয় অভিনেতার সঙ্গে তুলনা করেন বলিউডের রণবীর কাপুরকে।
এর আগে ৩৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেন শাকিব। নতুন সিনেমার প্রথম ঝলকে দেশের দুনীর্তি আর সিন্ডিকেটের আভাস দেন তিনি।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমা ‘সোলজার’। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে।
সিনেমার শুটিং শুরু হয়েছে গত ৫ অক্টোবর। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এ সিনেমায় অভিনয়ে আরও দেখা যাবে তারিক আনাম খান, এবিএম সুমনের মতো তারকাদের।