News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদনের সময় ফের বৃদ্ধি

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-04-24, 7:40am

ewrqweqwew-6ba093787ed39211fa6aa738c5996bd61745458822.jpg




২০২৪-২৫ অর্থবছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ফের বৃদ্ধি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।  এর আগে অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ সময় ছিল ৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। পরে যা বাড়িয়ে করা হয় ২২ এপ্রিল পর্যন্ত।  

মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের নিমিত্ত সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক; পরিচালক; চলচ্চিত্র নির্মাতা; চলচ্চিত্র ব্যক্তিত্ব; সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান; লেখক; চিত্রনাট্যকারদের নিকট থেকে চলচ্চিত্র নির্মাণের প্যাকেজ প্রস্তাব আহবান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত ২৭ ফেব্রুয়ারি পত্রিকায় প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত শর্তাবলী অপরিবর্তীত রেখে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

চলচ্চিত্র শিল্পকে প্রসারিত করতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দিবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাবের একটি মূল কপিসহ ১২ সেট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য একটি মূল কপিসহ ১২ সেট জমা দিতে হবে।

প্রযোজকের আর্থিক সক্ষমতা অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা দশ ভাগ অর্থ তার ব্যাংক হিসাবে জমা আছে এ মর্মে প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদ এবং চলচ্চিত্র বিষয়ক সংগঠনের প্রত্যয়নপত্র (যদি থাকে) দাখিল করতে হবে।