News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

রাশিয়া কি ইসরাইল থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে, কী ঘটছে?

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-01-08, 9:05pm

eqweqrer-8ee66d8575415b70d63d826727342afc1767884732.jpg




রাশিয়া ‘জরুরি ভিত্তিতে’ ইসরাইল থেকে নিজেদের কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে বলে ইউক্রেন-ভিত্তিক দু’টি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলা হচ্ছে, এ লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় তিনটি ফ্লাইটও পরিচালনা করা হয়েছে।

ইউক্রেনের জনপ্রিয় সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এবং ইউক্রেনিয়ান ন্যাশনাল নিউজ (ইউএনএন)-এর প্রতিবেদন অনুসারে, দ্রুতগতিতে এই সরিয়ে নেয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে মস্কোর কাছে কোনো ‘গুরুত্বপূর্ণ তথ্য’ আছে।

ডেইলি ইরান নিউজের বরাত দিয়ে কিয়েভ পোস্ট ও ইউএনএন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, ইসরাইলে অবস্থিত রুশ দূতাবাসের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুততার সঙ্গে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হচ্ছে। 

ইসরাইল থেকে রাশিয়ার দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া সংক্রান্ত কিয়েভ পোস্টের প্রতিবেদন।

ইউএনএন-এর প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া তার কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিতে তৃতীয়বারের মতো ফ্লাইট পরিচালনা করেছে। পুরো প্রক্রিয়াটি সুসংগঠিতভাবে এবং দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে।

তবে প্রতিবেদনের এমন দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রাশিয়া কিংবা ইসরাইল­ কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

কিয়েভ পোস্ট বলছে, রাশিয়া গেল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ইসরাইল থেকে তার দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে সরিয়ে নেয়া শুরু করেছে বলে জানা গেছে। যদিও এ তথ্যের পক্ষে খুব বেশি প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

 এসব তথ্য ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে উদ্ভূত বলেও জানায় কিয়েভ পোস্ট। তবে প্রকাশের সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি সূত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, ডেইলি ইরান নিউজ (মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণকারী সামাজিক মাধ্যম এক্স-এর একটি চ্যানেল) বুধবার এমন দাবি করেছে।

 ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘এডিএস-বি এক্সচেঞ্জ’ থেকে একটি স্ক্রিনশট সংযুক্ত করে চ্যানেলটি লিখেছে, ‘রুশ সেনাবাহিনী জরুরি ভিত্তিতে ইসরাইলে অবস্থিত রাশিয়ান দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে আনছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ইসরাইলে অবস্থিত রাশিয়ার দূতাবাস খালি করার তৃতীয় ফ্লাইট।’

তবে ইসরাইলে অবস্থিত রাশিয়ান দূতাবাসের সরকারি চ্যানেলগুরো এই ধরনের কোনো ঘোষণা দেয়নি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বা রাশিয়া কিংবা তার বাইরের প্রধান সংবাদমাধ্যমগুলোও এই ধরনের কোনো তথ্য জানায়নি।

কী বলছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা?

তালিকাভুক্ত ফ্লাইটটিতে ‘RWZ016’ কল সাইন রয়েছে, যার নিবন্ধন ‘RA-64516’।

আরেক ট্র্যাকিং সাইট, ফ্লাইট অ্যাওয়্যারের মতে, RWZ016 গত ২৬ ডিসেম্বর থেকে ইসরাইলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মস্কোর দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করে আসছে। 

উল্লেখযোগ্যভাবে, ৬ জানুয়ারি একপর্যায়ে গন্তব্যস্থলটি রাশিয়ার উত্তর ওসেটিয়া অঞ্চলের রাজধানী ‘ভ্লাদিকাভকাজের কাছে’ পরিবর্তিত হয়।

ফ্লাইটরাডার২৪-এর মতো কিছু ট্র্যাকিং সাইট, RA-64516 কে রাশিয়ান সামরিক বাহিনীর স্পেশাল ফ্লাইট ডিটাচমেন্ট পরিচালিত একটি ‘Tupolev Tu-214SR’- এর অন্তর্গত বলে তালিকাভুক্ত করেছে। কেউ কেউ এটিকে রাশিয়ার ‘ডুমসডে জেট’-এর সাথেও তুলনা করেছে।

সূত্র: কিয়েভ পোস্ট, ইউএনএন