News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

ট্রাম্পের সহযোগী শার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-09-11, 9:49am

46754654-b9524e0d61cf6676785194d12ccfe1991757562563.jpg




যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার উটা ভ্যালি ইউনিভার্সিটি প্রাঙ্গণে ভাষণ দেওয়ার সময় এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁবুর নিচে বসে থাকা অবস্থায় হঠাৎ গুলির শব্দে চেয়ার থেকে পড়ে যান চার্লি। মুহূর্তেই উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছুটোছুটি শুরু করে। পুলিশ জানিয়েছে, তার গলায় গুলি লেগেছিল।

এ ঘটনায় এখনও হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর উটা’র সিনেটর মাইক লি সামাজিক মাধ্যমে লিখেছেন, পরিস্থিতির ওপর নজর রাখছি। চার্লি কার্ক ও সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করুন।

মৃত্যুর খবর জানার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে শোক প্রকাশ করে বলেন, চার্লি যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় বোঝার ক্ষেত্রে অনন্য ছিলেন। তিনি ছিলেন আমার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়। মেলানিয়া ও আমি তার স্ত্রী এরিকা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

কে ছিলেন চার্লি কার্ক

চার্লি কার্ক যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতির এক জনপ্রিয় মুখ। সরাসরি ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই নেতা বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত বিতর্কে অংশ নিতেন। তার আলোচিত অনুষ্ঠান Prove Me Wrong তরুণদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। তার বহু বিতর্কের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।