News update
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     
  • World leaders meet in Brazil to tackle global warming     |     
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     

ইউক্রেনে মিসাইল হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-08-26, 12:23pm

rtyertwrt-2eba0b34d33946acc270029d6ae078491724653388.jpg




ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে চালানো মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন বার্তাসংস্থা রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রায়ান ইভানস (৩৮)। হামলায় আহত হয়েছেন আরও ২ সাংবাদিক।

শনিবার (২৪ আগস্ট) ক্রামাতোরস্ক শহরে এ ঘটনা ঘটে।

সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন রায়ান। ২০২২ সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি। হামলার সময় তার সাথে ছিলেন রয়টার্সের আরও ৬ প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

রোববার এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, আমরা জরুরিভাবে ক্রামাতোরস্ক কর্তৃপক্ষের সাথে কাজ করাসহ আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি।

ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে মিসাইল ছুড়েছে রাশিয়া। তবে এ বিষয়ে মুখ খোলেনি মস্কো। দেশটির ভূখণ্ডে গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।