News update
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     

রাশিয়া ইউক্রেনে ২০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-02-01, 11:21am

diowud8ed9qwoi-ac4ab7d78eba22fc18ebe79b367940c91706764860.jpg




ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ২০টি ড্রোন এবং ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪টি ড্রোন ধ্বংস করেছে। মাইকোলাইভ, জাপোরিঝঝিয়া, দিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভ অঞ্চলে ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, বছরের শুরু থেকে রুশ বাহিনী ইউক্রেনে ৬০০ সশস্ত্র ড্রোন এবং ৩৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনের জন্য আরও সহায়তা আটকে থাকার পটভূমিতে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস নতুন একটি মূল্যায়নে বলেছেন, রাশিয়ার সাথে প্রায় দুই বছরের যুদ্ধে কিয়েভের প্রতি সমর্থন থেকে সরে আসা যুক্তরাষ্ট্রের পক্ষে "ঐতিহাসিক মাপের" একটি স্ব-প্ররোচিত ভুল হবে।

ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের নতুন সহায়তার বিষয়ে কংগ্রেসের একটি ভোট মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করার আইনের সাথে যুক্ত করা হয়েছে।

তবে নতুন অভিবাসন আইনের বিশদ নিয়ে এখনও সমাধানে আসা যায়নি এবং সামগ্রিক আইনটি ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনের রাজনীতিতে আটকা পড়েছে, যা ইউক্রেনকে আরও সহায়তা প্রদানের বিষয়টিকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে।

তবে মঙ্গলবার ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে বার্নস বলেন, “যুদ্ধ অবসানে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি হলে অস্ত্র সরবরাহ প্রবাহিত রাখার বিষয়টি ইউক্রেনকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।”

বার্নস বলেন, “কমপক্ষে ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে, রাশিয়ার যুদ্ধপূর্ব ট্যাংকের দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে এবং পুতিনের কয়েক দশকের দীর্ঘ সামরিক আধুনিকায়ন কর্মসূচি ফাঁপা হয়ে গেছে।”

তবে বার্নস বলেছেন, প্রতিবেশী ইউক্রেনের ওপর হামলা থেকে পুতিনের সরে আসার সম্ভাবনা কম।

"ইউক্রেনের চ্যালেঞ্জ হলো পুতিনের ঔদ্ধত্যকে খোঁচা দেওয়া এবং রাশিয়ার যাতে মূল্য দিতে হয় সে ব্যবস্থা করা ... শুধু ফ্রন্টলাইনে উন্নতি করেই নয়, তাদের পেছনে আরও গভীরে আঘাত হানার মাধ্যমেও এগিয়ে যেতে হবে’’’ বার্নস বলেন।