News update
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     

কালীগঞ্জ এসএসসি ব্যাচ ২০০৫-এর বার্ষিক বনভোজন ২৬ ডিসেম্বর

ঝিনাইদহের জোহান ড্রিমভ্যালি পার্কে অনুষ্ঠিত হবে এই দিনব্যাপী আনন্দঘন আয়োজন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-11-06, 12:05pm

edwqrwqwqe-ac0d2d4dca1efa461968e33e105b478d1762409118.jpg

কালীগঞ্জ এসএসসি ব্যাচ ২০০৫-এর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বনভোজনের পোস্টার।



এসএসসি ব্যাচ ২০০৫, কালীগঞ্জের শিক্ষার্থীরা এবার তাদের জীবনের এক বিশেষ মাইলফলক উদযাপন করতে যাচ্ছে।

২০ বছর পূর্তি উপলক্ষে তারা আয়োজন করেছে ‘বার্ষিক বনভোজন ২০২৫’। আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার ঝিনাইদহের জোহান ড্রিমভ্যালি পার্কে অনুষ্ঠিত হবে এই দিনব্যাপী আনন্দঘন আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা পরিবারসহ এই বনভোজনে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানকে ঘিরে থাকছে নানা রকম মজার আয়োজন—গান, খেলাধুলা, আড্ডা ও স্মৃতিচারণা।

আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ দুই দশক পর একসঙ্গে মিলিত হয়ে পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন। অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।

যোগাযোগের নম্বর: কার্জন: ০১৭২১-৭০৬৩৬৩,  জহুরুল: ০১৭১৮-১০২০৫৪