News update
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     

কাল থেকে নতুন কুঁড়ির ফাইনাল পর্বের অডিশন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-10-31, 1:04pm

rterterter-5792300b1c3fb1ecdf059e2a1d19b2ff1761894247.jpg

ছবি: বিটিভির ওয়েবসাইট থেকে নেওয়া



বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সবগুলো রাউন্ড শেষ করে পৌঁছে গেছে ফাইনাল পর্বে। আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে ফাইনাল পর্ব।

এ পর্বের আগে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ফাইনালে অংশগ্রহণকারীদের গ্রুমিং সেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা উত্তীর্ণ প্রতিযোগীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য উন্নত করার পরামর্শ দিয়েছেন।

অভিভাবকদের অনুরোধে ৩১ অক্টোবর আরেকদিন গ্রুমিং সেশনের কথা থাকলেও প্রতিযোগীদের অনুশীলনের সুবিধার্থে এক দিনেই গ্রুমিং সম্পন্ন হয়। 

ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকায় । ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। তবে, একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পাবে এই রাউন্ডে অংশ নেওয়ার। 

‘সেরা দশ’ পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)। পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল পর্বের  তারিখ জানানো হবে। অডিশনের দিন প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে।বিস্তারিত তথ্য টেলিভিশনে প্রচারিত স্ক্রল ও ওয়েবসাইটেও পাওয়া যাবে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রতিভাবান শিশু-কিশোররা ইতোমধ্যে সবগুলো রাউন্ড সফলভাবে শেষ করেছে। এবার তারা ফাইনালে সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপনের মাধ্যমে  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়বে।

ফাইনাল পর্বের বিভিন্ন বিভাগের অনুষ্ঠানগুলো বিটিভিতে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। দর্শকরা সারা দেশের উদীয়মান শিল্পীদের সৃজনশীলতা ও প্রতিভা উপভোগ করতে পারবেন এই সম্প্রচারে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও পর্বগুলো দেখা যাবে।

প্রসঙ্গত, নতুন প্রজন্মের মেধা বিকাশে ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে ‘নতুন কুঁড়ি’ বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনেও প্রত্যাশা, নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক মঞ্চ।