News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হলো ‘জুলাই পুনর্জাগরণ’

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-08-06, 5:57am

0dedb050e203f816f0c256c4f5950ea99e66be0b2388e4fc-4fb74141e78ea36639b19ffedb9fc0101754438547.jpg




রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে মঙ্গলবার (৫ আগস্ট) সংস্কৃতি মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ছিল দিনভর বর্ণাঢ্য আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনা, মিছিল, ব্যানার, জুলাই ঘোষণাপত্র এবং রাতে ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হয় দিবসের আনুষ্ঠানিকতা।

দিনের শেষভাগে আসে সবচেয়ে আলোড়ন তোলা আয়োজন ড্রোন শো। আকাশ জুড়ে ১৩ মিনিটের ড্রোন শোতে উঠে আসে ফ্যাসিবাদবিরোধী বার্তা বহনকারী গ্রাফিক্স ও প্রতিকৃতি।

এছাড়া ড্রোন শোতে দেখানো হয় জুলাই অভ্যুত্থানের গৌরবগাথা আর বিগত সরকারের দমননীতির নির্মম চিত্র। সকাল থেকে মানিক মিয়া এভিনিউয়ে মিছিল, সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা ও ঘোষণাপত্র পাঠে মুখর ছিল অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান।