News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

সারা দেশে একযোগে জাতীয় সংগীত গেয়ে শিল্পী-কর্মীদের প্রতিবাদ

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-09-06, 3:10pm

a3b42f7ccba10398ae5c05937f1cef347016c498af89a597-1-acb0893fba3e7ef774198f9c6c0f26c71725613849.jpg




জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জড়িতদের রুখে দিতে সারা দেশে এক যোগে হয়ে গেল জাতীয় সংগীত গাওয়া কর্মসূচি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের জেলা ও শাখা সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ এক সঙ্গে জাতীয় সংগীত গান। কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সঙ্গে জাতীয় সংগীতও পরিবেশন করেন শিল্পীগোষ্ঠীসহ সাধারণ মানুষ।

বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের মূল সুরকে বিভক্ত করতে একদল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করে তারা জাতীয় পতাকা, জাতীয় সংগীতের ওপর আঘাত হানতে শুরু করেছে। নিত্যনতুন পরিবর্তনের খেলায় বাংলাদেশ একদিন মেরুদণ্ডহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা তরুণ প্রজন্মের।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা আমাদের জন্মের ইতিহাস ধারণ করে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয়ে সংস্কার হতে পারে। কিন্তু এসব বিষয়ে কোনো পরিবর্তন হলে আমাদের জন্মের ইতিহাস বদলে যাবে।

সারা দেশব্যাপী এ কর্মসূচি চলছে এবং অব্যাহত থাকবে বলেও জানায় উদীচী।

উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামে উদীচী সামনে থেকেছে। যখনই দেশের উপর, আমাদের মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে- আমরা প্রতিবাদ করেছি। এবারও জাতীয় সংগীত গেয়ে এই কর্মসূচি, সেই ধারাবাহিক প্রতিবাদেরই অংশ।’ সময় সংবাদ।