News update
  • Indonesia school collapse death toll rises to 17, dozens still missing     |     
  • Gazans Welcome Trump Ceasefire Call as Hostages Set for Release     |     
  • Conservative Takaichi Poised to Become Japan’s First Woman PM     |     
  • Salahuddin accuses Jamaat of backing vested quarter to disrupt polls     |     

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিভ্রান্তি, কী বলছে মাউশি

ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে এবং তা ৭ অক্টোবর পর্যন্তই চলবে। ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। শুধু ৮ ও ৯ অক্টোবর পরীক্ষাবিহীন দিন নিশ্চিত করতে বলা হয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-10-04, 4:38pm

ertertertert4535-7292d1a452e10a70139166fd393041961759574313.jpg




দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ অক্টোবর পর্যন্তই ছুটি বহাল থাকছে।

তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ আছে। এই ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এ ছুটির মধ্যে কোনো পরীক্ষা না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক শাখার উপপরিচালক মো. ইউনুছ ফারুকী গণমাধ্যমকে বলেন, ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে এবং তা ৭ অক্টোবর পর্যন্তই চলবে। ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। শুধু ৮ ও ৯ অক্টোবর পরীক্ষাবিহীন দিন নিশ্চিত করতে বলা হয়েছে।

মাউশি উপপরিচালক বলেন, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ভুলভাবে ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণ ভুল। তিনি জোর দিয়ে বলেন, চিঠির মূল উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুদিন নিশ্চিত করা, ছুটি বাড়ানো নয়।

তিনি আরও জানান, যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে, তারা ভুল করেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা খুবই স্পষ্ট। কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারে।

অনেক প্রতিষ্ঠান এরইমধ্যে ভুল বুঝতে পেরে ৮ অক্টোবর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হবে, উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে জানানোর কোনো বিষয় নয় এটি।