News update
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     

প্রাথমিকের শিক্ষকদের চার দাবি, শুক্রবার মহাসমাবেশের ডাক

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-07-17, 6:16pm

img_20250717_181432-12edc0fbcfb42c2ac76442dc422427b51752754587.jpg




রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মহাসমাবেশের ডাক দিয়েছেন। চার দফা দাবি আদায়ে শুক্রবার (১৮ জুলাই) এই মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিট করা ৪৫ জন প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়নের কথা বলা হয়েছে। তাহলে যারা মামলা করেননি তাদের দশম গ্রেড কবে বাস্তবায়ন হবে? আমরা সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন চাই। এছাড়া সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড চেয়েছেন, এই দুই দাবিসহ চার দফা দাবিতে আমরা মহাসমাবেশ আহ্বান করা হয়েছে।  

শিক্ষকদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে

১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড

২. ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের জিও জারি

৩. চলতি দায়িত্বসহ সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং

৪. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।