দেশে প্রতি ১০ জনের ১ জন নারী জীবদ্দশায় স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে প্রথম পর্যায়ে এটি শনাক্ত করতে পারলে সুস্থতার হার শতভাগ।স্তন ক্যান্সার প্রথম পর্যায়ে এটি শনাক্ত করতে পারলে সুস্থতার হার শতভাগ।
সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্তন ক্যান্সার সচেতনতা’ মাস উপলক্ষে অনুষ্ঠিত সভায় এসব তথ্য তুলে ধরেন চিকিৎসকরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। প্রাণঘাতী এই ক্যান্সার থেকে বাঁচতে গ্রাম পর্যায়ে এনজিও কর্মী দিয়ে নারীদের সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম চালানোর তাগিদ দেন তিনি।