প্রাণঘাতী এই রোগ শরীরে বাসা বাঁধার আগেই জেনে নেওয়া যাক কিডনি রোগের প্রাথমিক ও গুরুতর লক্ষণগুলো কী কী। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে দেখা দেয় যেসব গুরুতর লক্ষণ।
শুরুতে কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেগুলো হয়তো আপনি পাত্তাই দেবেন না-
১. অতিরিক্ত দুর্বলতা।
২. ক্ষুধামান্দ্য বা খাওয়ার অনিচ্ছা।
৩. কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব।
৪. কোনো চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া।
৫. প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হওয়া।
৬. প্রস্রাবে বেশি বেশি ফেনা তৈরি হওয়া।
দেখে নিন গুরুতর লক্ষণ
১. তলপেটে ব্যথা।
২. প্রস্রাবের সময় জ্বালাপোড়া।
৩. কোমরের অথবা নাভির দুই পাশে ব্যথা।
৪. চোখের নিচে বা মুখে পানি আসা বা চোখ–মুখ ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া।