News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-18, 8:26am

90cc8fa3b121b3de42f0aa741cd81c3f7991a41b542928dd-df2f9073da6c6163e1ab4088215edc871768703162.jpg




ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম জোরদারে ৫৬ সদস্যবিশিষ্ট একটি মিডিয়া কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা-১৭ নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনারের যৌথ স্বাক্ষরে এই মিডিয়া কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম রনি।

কমিটিতে মোট ৫৪ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যারা মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা, গণমাধ্যম সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা ও তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়।

নতুন এই মিডিয়া কমিটি ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী বার্তা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।