News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-01, 2:28pm

img_20260101_142833-1322d9bf8497a877e7d63e7cbc0c6db21767256143.png




শোকের দ্বিতীয় দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দলে দলে মানুষ আসছে। শোকের আবহে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর কবর জিয়ারত করছেন।

কবর জিয়ারতকালে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হচ্ছে। এ সময় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশ পরিচালনায় তাঁর অবদানকে স্মরণ করা হয়। পাশাপাশি দোয়া করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও। 

শ্রদ্ধা জানাতে আসা বিএনপির নেতারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কবর জিয়ারত ঘিরে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা নীরবে শ্রদ্ধা জানান এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মরহুমা খালেদা জিয়ার করব জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর। এসময় খালেদা জিয়ার কর্মময় জীবনের কিছু অংশ তুলে ধরে প্রিয় নেত্রীর জন্য দোয়া কামনা করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে রাষ্ট্রীয় শোক পালন।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কর্মকর্তাদের কেউ কেউ কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়া সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

খালেদা জিয়াকে গতকাল বুধবার তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বিকেল ৫টার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজায় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছিল।