News update
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     
  • Dense fog blankets Dhaka as wintry chill disrupts normal life     |     

বগুড়ায় মান্নার আসনে বিএনপির মনোনয়ন পেলেন শাহে আলম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-29, 3:55pm

7d1b48adceaa61f9ff9bbbe6c2a5cf4c3a1c7ad3cd65c703-6a9e20d0df99358681c99fdef696b5b51767002118.jpg




বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে। বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ।

এর আগে বিএনপি থেকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্নাকে আসনটি ছাড় দেয়া হয়েছিল। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণ খেলাপি থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়। এতে করে বগুড়া-২ আসন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, আজ দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আজ বিকেল ৩টায় আমি বিএনপি নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করব।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, মীর শাহে আলমকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে ওই আসনে মাহামুদুর রহমান মান্নাকে আসন ছাড়ার কথা ছিল। এখন দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে।