News update
  • Resumption of US Tests May Trigger Threats from Other Nuke Powers     |     
  • Zubaida goes to Evercare again at night to stay beside Khaleda     |     
  • Urgent earthquake preparedness underlined to minimise damage     |     
  • International Day of Persons with Disabilities celebrated at Barura     |     
  • Bangladesh achieves 97% typhoid vaccine coverage for children     |     

এন্ডোস্কোপি হয়েছে বেগম জিয়ার, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ: ডা. মামুন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-05, 11:45pm

f5580d05fd34ef5fd68ac72530caf2c3ba2c66d279765a1f-7406c64747774bed04b48f7a7373018a1764956744.jpg




প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে সময় সংবাদকে এ তথ্য জানান তিনি।

মামুন জানান, শুক্রবার বিকেল ৪ টায় প্রফেসর ডা. এ কিউ এম মহসিন বেগম জিয়ার এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

এদিকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে আগামীকাল বিকেল ৫টায় জার্মানি থেকে কাতারের ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। 

এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়।